নড়াইলে ৪০ হাজার ৫৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

569

নড়াইল, ১৫ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : চলতি মওসুমে নড়াইলের ৩উপজেলায় ৪০ হাজার ৫৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১লাখ ১১হাজার ২৫মেট্রিক টন চাল।এ মওসুমে আবাদের লক্ষ্যমাত্রা ইতোমধ্যে প্রায় শতভাগ অর্জিত হয়েছে বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা নিপু মজুমদার।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,চলতি মওসুমে উপজেলাওয়ারী রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে-সদর উপজেলায় ১৯হাজার ৯শ’৫০হেক্টর জমিতে,লোহাগড়া উপজেলায় ১০হাজার ৩শ’ ৫০হেক্টরে,কালিয়া উপজেলায় ১০হাজার ২শ’৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, অন্য ধানের চেয়ে রোপা আমন ধান উৎপাদনে খরচ কম এবং গত মওসুমে বোরো ধানের দাম ভালো পাওয়ায় এ জেলার কৃষকদের রোপা আমন চাষে আগ্রহ সৃষ্টি হয়েছে।