বাসস দেশ-৩২ : ভূতত্ত্ববিদ ইব্রাহীম খলিলের মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শোক

366

বাসস দেশ-৩২
শোক-বার্তা
ভূতত্ত্ববিদ ইব্রাহীম খলিলের মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শোক
ঢাকা, ১৩ সেপ্টেম্বর , ২০২০ (বাসস) : বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান ভূতত্ত্ববিদ ড. মোঃ ইব্রাহীম খলিল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৮ বছর।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান আজ এক শোক বার্তায় পরমাণু শক্তি কমিশনের প্রধান ভূতত্ত্ববিদ ড. মোঃ ইব্রাহীম খলিলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
পুরানো ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোর রাতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোক বার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ইব্রাহীম খলিল ২০০১ সালের ২২ মার্চ পরমাণু শক্তি কমিশনে ভূতত্ত্ববিদ হিসাবে যোগদান করেন। তিনি সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা কার্যক্রমের পাশাপাশি কমিশনের প্রধান কার্যালয়ের বিজনেজ ডেভেলপমেন্ট ইউনিটে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
বাসস/সবি/এমএআর/২২১০/স্বব