বাজিস-১১ : সাতক্ষীরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

326

বাজিস-১১
সাতক্ষীরা- উচ্ছেদ
সাতক্ষীরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সাতক্ষীরা, ১৩ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : জেলা সদরের প্রাণসায়ের খালের দুইপাড়ে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ আজ থেকে শুরু হয়েছে।
আজ রোববার জেলা শহরের সুলতানপুর বড়বাজার ব্রিজ সংলগ্ন এবং পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের পিছন থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পৃথক দু’টি বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ কুমার সাহা ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রাশেদ রেজা বাপ্পি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ কুমার সাহা জানান, পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের পিছন থেকে শহরের নারিকেলতলা পর্যন্ত প্রাণসায়ের খালের পাড়ে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভার জায়গা রয়েছে। অভিযানকালে প্রাণসায়র খালের জমি দখল করে গড়ে ওঠা চিহ্নিত স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, তালিকাভুক্ত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
বাসস/সংবাদদাতা/২১১০/এমকে