চট্টগ্রামের ১০ স্থানে ৩০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি

482

চট্টগ্রাম, ১৩ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : চট্টগ্রাম নগরের ১০ স্থানে ৩০ টাকা কেজিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পেঁয়াজ বিক্রি হচ্ছে।
রোববার দুপুর থেকে টিসিবির ১০টি ট্রাক নগরের ১০টি স্থানে পেঁয়াজ বিক্রি শুরু করে। স্থান গুলো হলো- বন্দর, কাস্টম মোড়, এনায়েত বাজার, জামাল খানের চট্টগ্রাম প্রেস ক্লাব, অলংকার মোড়, দামপাড়া, বিডিআর হল, মুরাদপুর, কোতোয়ালী মোড় ও আগ্রাবাদ।
জানা গেছে, টিসিবির ট্রাকে পেঁয়াজের পাশাপাশি চিনি, মশুর ডাল ও তেল বিক্রি হচ্ছে। প্রতি কেজি চিনি ও মশুর ৫০ টাকা এবং তেল প্রতি লিটারের দাম ৮০ টাকা। একজন সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ নিতে পারবেন।
টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমদ জানান, ১০টি ট্রাকে ২০০ কেজি পেঁয়াজ, ৬০০ কেজি চিনি, ৫০০ কেজি মশুর ডাল ও ৭০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ দেওয়া হয়েছে। ভোক্তা পর্যায়ে চিনি ৫০ টাকা, মশুর ৫০ টাকা ও তেল ৮০ টাকা বিক্রি হবে। ৩০ টাকার পেঁয়াজ জনপ্রতি ২ কেজি দেওয়া হবে।