কুমিল্লার রাণীর কুঠিরকে নগর জাদুঘর হিসেবে গড়ে তোলা হবে

926

কুমিল্লা (দক্ষিণ), ৮ সেপ্টেম্বর, ২০২০, (বাসস) : জেলার রাণীর কুঠিরকে নগর জাদুঘর হিসেবে গড়ে তোলা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ব অধিদপ্তর রাণীর কুঠিরকে সংরক্ষিত প্রত্নসম্পদ হিসাবে ঘোষণা করেন। সোমবার বিকেল ৫টায় কুমিল্লার রাণীর কুঠির পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ব অধিদপ্ততরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো: হান্নান মিয়া। পরিদর্শন শেষে রাণীর কুঠিরকে নগর জাদুঘর হিসাবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা প্রত্নতত্ব অঞ্চলের অঞ্চলিক পরিচালক ড. মো: আতাউর রহমান, সহকারি কাস্টডিয়ান সিয়াম চৌধুরী, সর্ভেয়ার চার্থথয়াই মার্মা ও নাট্য নির্দেশক শাহজাহান চৌধুরী।
প্রত্নতত্ব অধিদপ্ততরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ হান্নান মিয়া বাসসকে বলেন, রাণীর কুঠির নগর জাদুঘর হলে পর্যটন শিল্পে নতুন দিগন্ত সৃষ্টি হবে। সে লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ শুরু করেছে।
পরে প্রত্নতত্ব অধিদপ্ততরের মহাপরিচালক উপমহাদেশে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচিনদেব বর্মণের বাড়ি এবং সতেররত্ন মন্দির (জগন্নাথ মন্দির) পরিদর্শন করেন।