সংসদে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল উত্থাপন

638

ঢাকা,৭ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : বিদ্যমান আইনকে যুগোপযোগী করতে প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব করে আজ সংসদে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল, ২০২০ উত্থাপন করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বিলটি উত্থাপন করেন।
বিলে ট্রাভেল ব্যবসা বিশ্বায়নের উপযোগি করতে মালিকানা হস্তান্তর, বিদেশে শাখা স্থাপনের বিধানের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া এ ব্যবসায় জড়িত ব্যাক্তি বা প্রতিষ্ঠানের বিধি লংঘন ও অনিয়ম অথবা অপরাধের জন্য সুনির্দিষ্ট শাস্তির বিধানের প্রস্তাব করা হয়েছে।
পরীক্ষা- নিরীক্ষা করে সংসদে আগামী এক মাসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বিলটি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে।
আজ সংসদে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২০ উত্থাপন করেন। পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে আগামী এক মাসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বিলটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।