সালমানের ৫ বছরের কারাদন্ড

333

যোধপুর (ভারত), ৫ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারতে বিপন্ন প্রজাতির হরিণ হত্যার দায়ে আদালত বৃহস্পতিবার বলিউড সুপারস্টার সালমান খানকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছে।
সরকারি পক্ষের কৌঁসুলি মহীপাল বিষ্ণু আদালতের সামনে সাংবাদিকদের বলেন, আদালত সালমান খানকে পাঁচ বছরের কারাদ- এবং ১০ হাজার রুপি জরিমানা করেছে।
তিনি আরো জানান, সালমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে। ৫২ বছর বয়সী এ অভিনেতাকে যোধপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।
এর আগে ১৯৯৮ সালে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যার জন্য রাজস্থান রাজ্যের একটি আদালত ভারতীয় চলচ্চিত্র শিল্পের সবচেয়ে নির্ভরযোগ্য তারকা সালমানকে দোষী সাব্যস্ত করে।
বন্যা প্রাণী সংরক্ষণ আইনের ৯ (৫১) ধারায় সালমানকে দোষী সাব্যস্ত করা হয়।