বাজিস-১২ : ফেনীর দাগনভূঞায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

302

বাজিস-১২
ফেনী-জরিমানা
ফেনীর দাগনভূঞায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
ফেনী, ২৬আগস্ট ২০২০ (বাসস): জেলার দাগনভূঞা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার দাগনভূঞা ও তুলাতুলী বাজারে পৃথক অভিযান চালিয়ে জেলায় অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল চাকমা এসব জরিমানা করেন।
সহকারি পরিচালক জানান, দাগনভূঞায় আতার্তুক স্কুল মার্কেটে স্টারলাইন সুইটস শোরুম থেকে কেনা রসমালাইয়ের মোড়কে উৎপাদনের তারিখ না থাকার অভিযোগে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে পাঁচহাজার টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, এছাড়াও মূল্যতালিকা না থাকায় বাজারের মধুমালা সুইটস ও তুলাতুলী বাজারে জহির স্টোরকে পাঁচহাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মধুমালা সুইটস থেকে পঁচাবাসি বার্গার এবং জহির স্টোর থেকে দুইবস্তা মেয়াদোত্তীর্ণ আচার জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল কুদ্দুসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/২২৩০/এমকে