বাসস দেশ-৩১ : খ্যাতিমান ভাস্কর মৃণাল হকের মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক

344

বাসস দেশ-৩১
শোক-প্রকাশ
খ্যাতিমান ভাস্কর মৃণাল হকের মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক
ঢাকা, ২২ আগস্ট, ২০২০ (বাসস) : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ভাস্কর মৃণাল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাাশ করেছেন।
তিনি আজ এক শোকবার্তায় বলেন, মৃণাল হক ছিলেন দেশের একজন খ্যাতিমান ভাস্কর। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রথিতযশা ভাস্কর্য শিল্পী হারালো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোল্ডেন জুবিলি টাওয়ার ভাস্কর্য, রাজধানীর পরীবাগ মোড়ে জননী ও গর্বিত বর্ণমালা, নৌসদর দপ্তরের সামনে অতলান্তিকে বসতি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রতœদ্বীপ, হোটেল শেরাটনের সামনে রাজসিক প্রভূতি ভাস্বর্ক শিল্প-কর্মের মধ্যদিয়ে এদেশের শিল্পপ্রেমী মানুষের হৃদয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন।
মোস্তাফা জব্বার প্রয়াত মৃণাল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/তবি/জেডআরএম/২২০০/অমি