বাসস দেশ-৪৩ : জেলা উইমেন চেম্বারের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে বিসিক

344

বাসস দেশ-৪৩
বিসিক -এমওইউ
জেলা উইমেন চেম্বারের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে বিসিক
ঢাকা, ২০ আগস্ট, ২০২০ (বাসস) : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা উইমেন চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাথে যৌথভাবে প্রতিটি জেলায় শিল্পমেলার আয়োজন করব্
েএছাড়াও মহিলা উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য প্রদর্শনী কেন্দ্র স্থাপন ও বিসিকের নিজস্ব তহবিল (বিনিত) ঋণ কর্মসূচি থেকে গ্রুপ লোন প্রাপ্তিতে জেলা উইমেন চেম্বার্সকে গ্র্যান্টার হিসেবে গণ্য করতে প্রতিটি জেলায় বিসিকের জেলা কার্যালয় ও জেলা উইমেন চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান আজ বৃহস্পতিবার আঞ্চলিক উইমেন চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতিদের সাথে অনলাইন বেঠকে একথা বলেন।
আঞ্চলিক উইমেন চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্যরা বিসিক নিজস্ব তহবিল (বিনিত) ঋণ কর্মসূচি হতে কিভাবে ঋণ পেতে পারে সে সংক্রান্ত বিষয়ে জানতে এ ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়।
‘ইউরোপীয় ইউনিয়নের প্রিজম প্রকল্প’ জুম অ্যাপলিকেশন ব্যবহার করে এ অলনাইন বৈঠকের আয়োজন করে । এতে আঞ্চলিক উইমেন চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ১৬ জন সভাপতি অংশ্রহণ করেন। বৈঠকে,প্রতিটি জেলায় উইমেন চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়।
বিসিক চেয়ারম্যান বলেন, জেলা উইমেন চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাথে যৌথভাবে প্রতিটি জেলায় মেলা আয়োজন, মহিলা উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য প্রদর্শনী কেন্দ্র স্থাপন ও বিসিক নিজস্ব তহবিল (বিনিত) ঋণ কর্মসূচি হতে গ্রুপ লোন প্রাপ্তীর লক্ষ্যে জেলা উইমেন চেম্বার্সকে গ্র্যান্টার হিসেবে গণ্য করতে বিসিকের জেলা কার্যালয়গুলোর সাথে জেলা উইমেন চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। এছাড়া বিসিক শিল্পনগরীগুলোতে নারী উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেওয়রা বিষয়েও উদ্যোগ গ্রহণ করবে বিসিক। উল্লেখ্য বিসিক শিল্পনগরীতে ১০ শতাংশ প্লট বরাদ্দের ক্ষেত্রে নারী উদ্যেক্তারা অগ্রাধিকার পেয়ে থাকেন।
এ সভায় বিসিকের মহাব্যবস্থাপক (বিপণন) অখিল রঞ্জন তরফদার, বিসিক ঋণ প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক জিএম রব্বানী তালুকদার, প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেতসহ আঞ্চলিক উইমেন চেম্বারস অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতারা উপস্থিত ছিলেন।
বাসস/সবি/জেডআরএম/২২২০/এবিএইচ