বাজিস-৯ : বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে গাছের চারা বিতরণ

329

বাজিস-৯
ঠাকুরগাঁও- বিতরণ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে গাছের চারা বিতরণ
ঠাকুরগাঁও, ৯ আগস্ট ২০২০ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলায় একহাজার গাছের চারা বিতরণ করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
আজ রোববার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক পার্কের শেখ মুজিব চত্বরে দলীয় নেতাকর্মীদের মাঝে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ঠাকুরগাঁওজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।
এর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের পর তাঁর স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম তালাশ প্রমুখ
প্রসঙ্গত, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদর উপজেলার ১৬টি ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে একহাজার বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করেছে।
বাসস/সংবাদদাতা/২২৫০/এমকে