বাসস দেশ-৪৮ : ভারতের বিমান দুর্ঘটনায় ঢাকার শোক প্রকাশ

320

বাসস দেশ-৪৮
ভারত-দুর্ঘটনা-শোক
ভারতের বিমান দুর্ঘটনায় ঢাকার শোক প্রকাশ
ঢাকা, ৯ আগস্ট, ২০২০ (বাসস) : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ গভীর শোক প্রকাশ করেছে। এতে অন্তত ১৮ জনের প্রাণহানি ও আরো প্রায় ১৫০ জন আহত হয়েছে।
বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকরকে পাঠানো এক শোকবার্তায় বাংলাদেশের সরকার ও জনগণ ও পররাষ্ট্রমন্ত্রীর নিজের পক্ষ থেকে এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্য ও ভারতীয় জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
নয়াদিল্লীতে বাংলাদেশ হাই কমিশন ইস্যুকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বার্তায় পররাষ্ট্রমন্ত্রী আহতদের আশু আরোগ্য কামনা করেন।
বাংলাদেশী পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমও টেলিফোনে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালীধরণের সাথে কথা বলেন। এ সময় তিনি এই দুর্ঘটনায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন।
তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, ভারী বৃষ্টিপাতের সময় কেরালার কোঝিকোড বিমানবন্দরে অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। বোয়িং ৭৩৭ বিমানটি দুবাই থেকে করোনার কারণে আটকা পড়া ভারতীয় নাগরিকদের নিয়ে ফিরছিল।
বাসস/টিএ/অনুবাদ-কেএআর/২২২৪/এবিএইচ