কাউকে তোষামোদ করে নির্বাচনে আনার সুযোগ নাই : খাদ্যমন্ত্রী

738

ঢাকা, ২৭ জুলাই, ২০১৮ (বাসস) : খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নির্বাচনে কাউকে তোষামোদ করে আনার সুযোগ নাই।
তিনি বলেন, ‘বিএনপি তার অস্তিত্ব রক্ষার জন্যই নির্বাচনে অংশগ্রহন করবে। বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামী। তিনি মুক্তি পাবেন কি-না পাবেন, সেটা আদালতের বিষয়, রাজনীতির বিষয় নয়।’
তিনি আজ শুক্রবার বিকালে কেরানীগঞ্জের ফতেনগর এলাকায় কলাতিয়া-হযরতপুর আলীয়া মাদ্রাসা প্রাঙ্গনে ঢাকা-২ আসন নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) যতই বলুক না কেন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিলেই তারা নির্বাচনে অংশ নেবে, এটা তাদের মুখের বুলি অন্তরের কথা নয়।’
তিনি বলেন, বিদ্যুতের জন্য মানুষ আর হায়হুতাশ করেনা। কোথায়ও লোডশেডিং নাই। দেশে এখন খাদ্যের কোন সমস্যা নাই। উত্তরবঙ্গে আর কোন মঙ্গা নাই। কৃষকদের আর খাবারের জন্য চিন্তা করতে হয়না।
তিনি আরও বলেন, ‘মানুষের আয় বেড়েছে। আমরা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর কাতারে আছি।১৭ কোটি মানুষের মধ্যে ১ কোটি মানুষের হাতেহাতে এখন মোবাইল ফোন। দেশ আজ সবদিক দিয়ে এগিয়ে যাচ্ছে।’
কামরুল ইসলাম বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা-২ আসন নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির আহবায়ক শফিউল আজম খান বারকু, যুগ্ম-আহবায়ক হাজী মো. আলাউদ্দিন ও হাজী আবু সিদ্দিক, সদস্য সচিব ইউসুফ আলী চৌধুরী সেলিম, মো. আলাউদ্দিন ও আলতাব হোসেন বিপ্লব প্রমুখ।