বাজিস-১০ : জয়পুরহাটে বিনা টিকিটে ভ্রমণকারিদের কাছ থেকে জরিমানা আদায়

367

বাজিস-১০
জয়পুরহাট- জরিমানা
জয়পুরহাটে বিনা টিকিটে ভ্রমণকারিদের কাছ থেকে জরিমানা আদায়
জয়পুরহাট, ৫ আগস্ট ২০২০ (বাসস) : বিনা টিকিটে রেল ভ্রমণ বন্ধ ও স্বাস্থ্যবিধি মেনে রেল ভ্রমণে উৎসাহিত করতে বুধবার জয়পুরহাটে ঝটিকা অভিযান চালিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী দফতরের ভ্রাম্যমাণ আদালত।
রেলওয়ে সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল পর্যন্ত কয়েকটি ট্রেনে অভিযান পরিচালনা করে ৪৫ জন ট্রেন যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত । রেলওয়ের পাকশি অঞ্চলের বিভাগীয় দফতরের বাণিজ্যিক কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ জানান, আন্তঃনগর রুপসা, নীল সাগরসহ বেশ কয়েকটি ট্রেনে অভিযান পরিচালনা করে বিনা টিকিটে ভ্রমনের জন্য ৪৫ জন যাত্রীর কাছ থেকে ৩১ হাজার দুইশ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি অনুযায়ি রেল ভ্রমনের জন্য জনসচেতনতামুলক প্রচার চালানো হয়। বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
অভিযানে জয়পুরহাট রেলষ্টেশন মাষ্টার হাবিবুর রহমান হাবিব-সহ রেলওয়ে পুলিশ সদস্য ও নিরাপত্তা কর্মিরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
বাসস/সংবাদদাতা/২১০০/-এমকে