শরীয়তপুরে স্বাস্থ্যবিধি না মানায় ১১ জনকে অর্থদন্ড

239

শরীয়তপুর, ৫ আগষ্ট, ২০২০ (বাসস) : করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মানায় শরীয়তপুর সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জনকে অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।
শরীয়ুতপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বাসস’কে জানান, গতকাল বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন বাজার, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন লোকসমাগমের স্থানে মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমাণ্য করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১১জনকে ৫ হাজার ৫শ’টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়। এ সময় নি¤œ আয়ের মানুষদেরকে উপজেলা নির্বাহী অফিসারের নিজস্ব ব্যবস্থাপনায় বিনামূল্যে মাস্ক প্রদান করা হয়। এ ছাড়াও করোনা সংক্রমণ প্রতিরোধে জরুরী চলা ফেরা করার সময় ৬ ফুট থেকে অন্তত ৩ ফুট পারষ্পরিক দূরত্ব বজায় রাখতে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাস্ক পরিধানের বিষয়ে নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে নির্দেশনা প্রদান করা হচ্ছে।