বাসস ক্রীড়া-১১ আইপিএলের কারণে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ স্থগিত

187

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-সিরিজ
আইপিএলের কারণে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ স্থগিত
সিডনি, ৪ আগস্ট ২০২০ (বাসস) : আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় নির্ধারিত ছিলো টি-২০ বিশ্বকাপ। কিন্তু করোনাভাইরাসের কারণে সেটি এক বছর পর পিছিয়ে গেছে। টি-২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া মাটিতে অসিদের বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা ছিলো ওয়েস্ট ইন্ডিজের। এবার সেটিও স্থগিত হয়ে গেল।
কারন বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায়, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর শুরু হচ্ছে। ঐ আসরে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের একাধিক শীর্ষ ক্রিকেটার খেলবেন। তাই দু’ক্রিকেট বোর্ডের সমঝোতায় সিরিজটি স্থগিত করা হয়েছে।
টাউন্সভিল, কেয়ার্নস ও গোল্ডকাস্টে ৪, ৬ ও ৯ অক্টোবর তিন ম্যাচের টি-২০ সিরিজ হবার সূচি ছিলো।
তবে সেপ্টেম্বরে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সিরিজটির সূচি নির্ধারিত হয়নি। আইপিএল শুরুর আগে সিরিজটি আয়োজনের চেষ্টা করছে দু’বোর্ড। আইপিএলের পরে হলে খেলতে হবে নভেম্বরে । অবশ্য আগামী নভেম্বরে পার্থে দিবারাত্রির টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
এরপর ডিসেম্বরে দেশের মাটিতে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া।
বাসস/এএমটি/১৯১৫/স্বব