বাসস দেশ-২৬ : রাজধানীর সেগুন বাগিচাস্থ কাগজের প্রেসের আগুন নিয়ন্ত্রণে

198

বাসস দেশ-২৬
আগুন-নিয়ন্ত্রণ
রাজধানীর সেগুন বাগিচাস্থ কাগজের প্রেসের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা, ৪ আগস্ট, ২০২০ (বাসস) : রাজধানীর সেগুন বাগিচা তোপখানা রোডের ব্রান্ডিং পয়েন্ট নামের কাগজের প্রেসের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বাসসকে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে রাজধানীর তোপখানা রোডের হাইস্কুলের সামনে তিন তলা ভবনের নীচ তলায় ব্রান্ডিং পয়েন্ট প্রেসে আগুন লাগে। পরে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে দুপুর ৩টা ৫ মিনিটে পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আগুনে ওই ব্রান্ডিং পয়েন্ট প্রেসের প্রায় ১০ লাখ টাকার কাগজপত্র, মালামাল ও অন্যান্য আসবারপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এতে কেউ হতাহত হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৮৪৭/কেকে