বাসস ক্রীড়া-১২ : নারীদের আইপিএল আয়োজনের ইঙ্গিত গাঙ্গুলীর

368

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-গাঙ্গুলী
নারীদের আইপিএল আয়োজনের ইঙ্গিত গাঙ্গুলীর
নয়া দিল্লি, ২ আগস্ট ২০২০ (বাসস) : পুরুষদের মত নিজ দেশের নারীদের নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) আয়োজনের ইঙ্গিত দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।
আজ আইপিএর গভর্নিং কাউন্সিলের বৈঠকের আগে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে গাঙ্গুলী বলেন, ‘আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে, নারীদের আইপিএল নিয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে চিন্তা-ভাবনা হচ্ছে। জাতীয় দলকে নিয়েও পরিকল্পনা রয়েছে আমাদের।’
গাঙ্গুলী আরও বলেন, ‘এখনো করোনার সংক্রমন চলছে। তাই নারী বা পুরুষ, ঝুঁকির মুখে আমরা কোনও ক্রিকেটারকেই ফেলতে পারি না। তবে আমরা ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা করছি। নারী ক্রিকেটারদের জন্য আমরা বিশেষ শিবিরের কথা ভাবছি।’
করোনার কারনে নিজ দেশে আয়োজন না করে সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএলের ১৩তম আসর শুরুর চূড়ান্ত সিদ্বান্ত নিয়েছে বিসিসিআই। তবে এখনো নিজ সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় বিসিসিআই।
বাসস/এএমটি/১৯৫৭/স্বব