ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সংঘর্ষে নিহত ১২, আহত ১৩

480

ম্যানিলা, ৩০ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : ফিলিপাইনের ক্ষিণাঞ্চলীয় মাগুইন্দানাও প্রদেশে সরকারি বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে দুই সেনাসহ ১২ জন নিহত ও অপর অন্তত ১৩ জন আহত হয়েছে। সেনাবাহিনীর এক মুখপাত্র বৃহস্পতিবার এ কথা জানান। খবর সিনহুয়া’র।
লেফটেন্যান্ট কর্নেল আনহুভিক আতিলানো জানান, সৈন্যরা বাংসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটার (বিআইএফএফ) নেতা হাসান ইন্দালকে সন্ধান করছিল। স্থানীয় সময় ভোর সাড়ে ৫ টার দিকে দাতু সালিবো শহরের নিকটবর্তী একটি গ্রামে তাকে বন্দুকধারীদের সাথে দেখা যায় বলে জানা যায়। সৈন্যরা এ সময় ২০ সন্ত্রাসীর সঙ্গে সংঘর্ষের মুখোমুখি হয়।
প্রায় ছয় ঘণ্টা তীব্র যুদ্ধ চলার পর সামরিক বাহিনী লক্ষ করে যে বিআইএফএফ যুদ্ধ চালানোর জন্য আরো লোক পাঠিয়েছে। তখন তারা যুদ্ধ থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত নেয়।
আতিলানো জানান, সংঘর্ষে এক অনির্দিষ্ট সংখ্যক সন্ত্রাসী আহত হয়েছে।
আতিলানো সাংবাদিকদের বলেন, স্থানীয়রা বিআইএফএফ যোদ্ধারা তাদের মৃত কমরেডদের নিয়ে গেছে বলে নিশ্চিত করে।
প্রায় ২০০ থেকে ৩০০ জনের সমন্বয়ে গঠিত বিআইএফএফ দলটিকে দক্ষিণ ফিলিপাইনের সেন্ট্রাল মিন্দানাওতে বোমাবাজি ও অন্যান্য সহিংসতার জন্য দায়ী করা হয়।