বাসস দেশ-৩৭ : আনসার আল ইসলামের ৫ সদস্য তিন দিনের রিমান্ডে

186

বাসস দেশ-৩৭
আনসার-সদস্য-রিমান্ড
আনসার আল ইসলামের ৫ সদস্য তিন দিনের রিমান্ডে
ঢাকা, ২৮ জুলাই, ২০২০ (বাসস): নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৫ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
আজ মঙ্গলবার তাদেরকে ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। ধামরাই ধানার একটি মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকার সিনিয়ার জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামান প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
তারা হলেন- মিজানুর রহমান পলাশ (৩৫), দুরুল হুদা (৪৪), আব্দুর রশিদ (২১), মো. রাসেল (৩৭) ও আব্দুল হাই (৪০)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
এরআগে র‌্যাব-৪ এর একটি দল রোববার (২৬ জুলাই) দিবাগত রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে সাভার ধামরাই থানার ধুলিভিটা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে ধামরাই থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/২০২৫/কেকে