জয়পুরহাটে মাছের পোণা অবমুক্ত

217

জয়পুরহাট , ২৬ জুলাই,২০২০(বাসস) : ’মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে রোববার সকালে জয়পুরহাটে মাছের পোণা অবমুক্তকরণ করা হয়েছে।
জয়পুরহাট পুলিশ লাইন চত্বরের পুকুরে প্রধান অতিথি হিসেবে এ মাছের পোণা অবমুক্তকরণ করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু। অন্যান্যের মধ্যে, জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, সদর উপজেলা চেয়ারম্যান এস,এম সোলায়মান আলী, জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহিউদ্দিন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দিপক কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য অফিস সুত্র জানায়, জেলায় চলতি বছর ২০ হাজার মেঃ টন মাছের চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে ২৫ হাজার মেঃ টন মাছ। যা জেলার মানুষের চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় সরবরাহ করা সম্ভব হয়।