বাসস ক্রীড়া-১২ : টেস্টে সুযোগ না পেয়ে ওয়ানডে ক্যাম্পে ডেনলি

194

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-ডেনলি
টেস্টে সুযোগ না পেয়ে ওয়ানডে ক্যাম্পে ডেনলি
লন্ডন, ২৫ জুলাই ২০২০ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দুই ইনিংসে ১৮ ও ২৯ রান করেন ডান-হাতি ব্যাটসম্যান জো ডেনলি। তবে দলে থাকলেও, সিরিজের পরের দু’টেস্টের একাদশে জায়গা হয়নি তার। বড় ইনিংস খেলতে না পারার সাথে, নিয়মিত অধিনায়ক জো রুট ফেরায় নিজের জায়গা হারান ডেনলি।
তবে ডেনলিকে অন্য পরিকল্পনায় রেখেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতির জন্যই ইংল্যান্ডের অনুশীলন ক্যাম্পে ডেনলিকে সুযোগ দিয়েছে ইসিবি।
ডেনলির সাথে দল ছাড়ার জন্য অনুমতি পেয়েছেন আরও চার ক্রিকেটার। তারা হলেন- ড্যান লরেন্স, ক্রেইগ ওভারটন, অলি রবিনসন ও অলি স্টোন। অবশ্য তারা ফিরছেন কাউন্টি ক্রিকেটে।
আগামী ৩০ জুলাই থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে ইংল্যান্ড।
বাসস/এএমটি/১৯৪১/স্বব