সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠাই জাতীয় পার্টির লক্ষ্য : জি.এম. কাদের

254

ঢাকা, ২৫ জুলাই, ২০২০ (বাসস) : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করাই হচ্ছে জাতীয় পার্টির অন্যতম লক্ষ্য।
আজ বেলা ১১টায় রাজধানীর চকবাজার এলাকার ইসলামবাগ ঈদগাহ মাঠে হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।
জাতীয় যুব সংহতি নেতা রফিকুল আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় পার্টির নেতা মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন মিলন, আলমগীর সিকদার লোটন প্রমুখ বক্তৃতা করেন।
জি.এম. কাদের আরো বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। দুর্নীতি ও বেকারত্ব মুক্ত নতুন বাংলাদেশ গড়াই হচ্ছে জাতীয় পার্টির অন্যতম লক্ষ্য ।