বাসস ক্রীড়া-১২ : অক্টোবরে পুন:নির্ধারিত হতে পারে বাংলাদেশ দলের শ্রীলংকা সফর

234

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-বাংলাদেশ -শ্রীলংকা
অক্টোবরে পুন:নির্ধারিত হতে পারে বাংলাদেশ দলের শ্রীলংকা সফর
ঢাকা, ২৩ জুলাই ২০২০ (বাসস/এএফপি): কোভিড-১৯ এর মাহামারির কারণে স্থগিত হয়ে যাওয়া শ্রীলংকার সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজের সফরসুচি অক্টোবরে পুন:নির্ধারনের পরিকল্পনা করছে বাংলাদেশ। আইসিসি’র টি-২০ বিশ^কাপ স্থগিত হয়ে যাওয়ায় সম্ভব হচ্ছে এ সফর।
ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলংকান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে এই বিষয়ে আলাপ আলোচনা শুরু করেছে। সবকিছু ঠিক থাকলে ‘স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে স্থগিত টেস্ট সিরিজ এর সুচি অক্টোবরে পুন:নির্ধারিত হতে পারে।’
আইসিসি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে তিন ম্যাচের এই টেস্ট সিরিজটি আয়োজনের কথা ছিল জুলাই ও আগস্টের মাঝামাঝি সময়ে। কিন্তু করোনা মহামারির প্রাদুর্ভাবের কারণে সেটি স্থগিত হয়ে যায়।
রিপোর্টে বলা হয়,‘ যত দ্রুত সম্ভব টেস্ট সিরিজটি সম্পন্ন করতে চায় দুই দেশের বোর্ড। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেন,‘ আইসিসির তিনটি বড় টুর্নামেন্টের সুচির ফাঁকেই আমাদের সুযোগ বের করে নিতে হবে। এখনই আমাদেরকে সেটি নিয়ে কাজ করতে হবে। আমরা জানি টুর্নামেন্টের তারিখ নির্ধারিত আছে। এখন আমাদের সুচি নিয়েই এর ফাঁকে কাজ করতে হবে।’
বিসিবি কর্মকর্তা বলেন,‘ এই বছরের শেষভাগে এই টেস্ট সিরিজ আয়োজনের ব্যাপারে দুই দেশই ইতিবাচক। আমরা এ বিষয়ে এসএলসির সঙ্গে কথা বলছি। কারণ কোভিড-বিষয়ে উপমহাদেশের অন্য দেশগুলোর তুলনায় শ্রীলংকার অবস্থা অপেক্ষাকৃত ভাল। সেখানে পরিস্থিতি খুব বেশী খারাপের দিকে যায়নি। আমরাও অ্যাওয়ে ম্যাচের দিকেই বেশী মনোযোগী।’
বিশ^ স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি হলে আয়ারল্যান্ডের সিরিজ পুন:নির্ধারনের পরিকল্পনাও করছে বাংলাদেশ। সেই সঙ্গে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেকে আতিথেয়তার বিষয়টিও। নিজামুদ্দিন বলেন,‘ আমরা ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে কথা বলব। যদিও আয়ারল্যান্ডের আবহাওয়া কিছুটা হুমকি। যথা সময়ে আমরা এ বিষয়ে আলোচনা করব। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফরের বিষয়টিও থাকবে।’
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/২০১৪/স্বব