বাজিস-১১ : ‘মুজিববর্ষ’ উপলক্ষে পাবনায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

329

বাজিস-১১
পাবনা- মুজিববর্ষ
‘মুজিববর্ষ’ উপলক্ষে পাবনায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
পাবনা, ২২ জুলাই ২০২০(বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে এককোটি বৃক্ষের চারা রোপণের কর্মসূচির অংশ হিসেবে আজ জেলার সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নে একহাজার দুইশ’টি বৃক্ষের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আতাইকুলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও আতাইকুলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শরিফুল ইসলামরে পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, আতাইকুলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার মো. আতিয়ার রহমান।
পরে সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বৃক্ষ রোপন করে কর্মসুচির উদ্বোধন করেন।
বাসস/সংবাদদাতা/২১৩৫/এমকে