বাসস দেশ-৪৪ : নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিক্রির দায়ে চট্টগ্রামে ৯ দোকানিকে জরিমানা

184

বাসস দেশ-৪৪
ভ্রাম্যমাণ-আদালত
নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিক্রির দায়ে চট্টগ্রামে ৯ দোকানিকে জরিমানা
চট্টগ্রাম, ২০ জুলাই ২০২০ (বাসস) : নকল পিপিই, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিক্রির দায়ে চট্টগ্রাম নগরের গোলাম রসুল মার্কেটের ৯ দোকানিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, গোলাম রসুল মার্কেটের নিচ তলার ১০ টি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ৯ টি দোকানেই নকল হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও পিপিই পাওয়া গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ দোকান মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করে।
প্রতিষ্ঠানগুলো হল ফোরকান স্টোর ৫ হাজার টাকা, নুরানী স্টোর ৫ হাজার টাকা , আকবর স্টোর ৫ হাজার টাকা, কারতুয়া স্টোর ৫ হাজার টাকা, আলিফ স্টোর ১০ হাজার টাকা, এন স্টোর ৫ হাজার টাকা, আল্লাহর দান স্টোর ১০ হাজার টাকা, আরমান স্টোর ১০ হাজার টাকা এবং জসিম স্টোর ৫ হাজার টাকা।
এছাড়া আজ এদিকে সোমবার দুপুরে নগরীর ষোলশহর এলাকার চিটাগাং শপিং কমপ্লেক্সের সামনে থেকে ৩০ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজারসহ পারভেজ হাসান (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছেন র‌্যাব।
র‌্যাব-৭ এর এএসপি মাহমুদুল হাসান মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পারভেজ হাসান চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকার মো. ইউসুফের ছেলে।
বাসস/জিই/কেএস/এমএআর/১৯৫৩/এবিএইচ