বিএসএমএমইউতে ৩৭০ করোনা রোগীকে চিকিৎসাসেবা প্রদান, ভর্তি ২১৮

304

ঢাকা, ১৬ জুলাই, ২০২০ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা সেন্টারে এ পর্যন্ত ৩৭০ করোনা রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
আজ বিএসএমএমইউসূত্র জানায়,কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ সময়ে ভর্তি হয়েছেন ২১৮ জন রোগী। চিকিৎসা শেষে আক্রান্ত ৭০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ১ এপ্রিল বেতার ভবনে চালু হওয়া করোনাভাইরাস ল্যাবরেটরিতে এ পর্যন্ত তেত্রিশ হাজার তেষট্টি জন রোগীর স্যাম্পল করোনাভাইরাস শনাক্তের জন্য সংগ্রহ করা হয়েছে। ১৫ জুলাই বুধবার পর্যন্ত বত্রিশ হাজার তিন শত আটচল্লিশ জন রোগীর পরীক্ষা (টেস্ট) সম্পন্ন হয়েছে।
অন্যদিকে, চলতি বছরের ২১ মার্চে বেতার ভবনে চালুকৃত ফিভার ক্লিনিকে এ পর্যন্ত সাতাশ হাজার তিন শত পঞ্চান্ন জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে।
এদিকে আজ এ ব্লক অডিটোরিয়ামে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া বিশ্ববিদ্যালয়ের করোনা সেন্টারে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানকারী ফ্রন্টলাইন যোদ্ধা শিক্ষক,চিকিৎসকবৃন্দের সাথে মতবিনিময় করেন।
উপাচার্য শিক্ষক ও চিকিৎসকবৃন্দকে মনোবল না হারিয়ে সাহসিকতার সাথে রোগীদের সেবা করার আহ্বান জানিয়ে সব ধরণের সহযোগিতা প্রদানের কথা উল্লেখ করেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম উপস্থিত ছিলেন।