বাসস দেশ-৪১ : ছাতক ও দোয়ারায় বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ

382

বাসস দেশ-৪১
সুনামগঞ্জ-ত্রাণ
ছাতক ও দোয়ারায় বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ
সুনামগঞ্জ, ১৫ই জুলাই ২০২০ (বাসস) : সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
মঙ্গলবার দিনভর তিনি দুই উপজেলার বন্যা এলাকা পরিদর্শন করেন এবং বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সকালে তিনি ছাতকে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও উপজেলার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সরকার বন্যার্তদের পাশে রয়েছে। বন্যা দুর্গতদের জন্য সরকারি পর্যাপ্ত ত্রাণ সহায়তা রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে এসব ত্রাণ সহায়তা পৌছে দেয়া হচ্ছে।
তিনি বলেন, করোনা ভাইরাসের এ সময়ে মাস্ক ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। প্রয়োজনে জেল জরিমানার আওতায় এনে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে৷ আসন্ন কোরবানীর ঈদে পশুর হাটে সীমিত আকারে লোকজনের আসা যাওয়ার ব্যবস্থা সহ হাটে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সিনিয়র এএসপি ছাতক সার্কেল বিল্লাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম।
পরে বিভাগীয় কমিশনার মোঃমশিউর রহমান ছাতকের ফকিরটিলা বেদেপল্লী পানিবন্দী ১০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল ও ইসলামপুর ইউনিয়নের রাবার ড্যাম বাজারে ২৫০ জন পানিবন্দীদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন।
এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এ সময় তিনি এলাকার ১০ হাজার একর জমির ফসল রক্ষার্থে রাবার ড্যাম্পের সোনাই নদীর উভয় পারে পানি উন্নয়ন বোর্ডের সাহায্যে স্থায়ী বেড়ি বাধ নির্মানের আশ্বাস দেন।
পরে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মন্তাজনগরসহ উপজেলার প্লাবিত এলাকা পরিদর্শন করেন সিলেটের বিভাগীয় কমিশনার। এ সময় ৩৫০টি বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজারের নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, ছাতকের উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির, সহকারী কমিমনার (ভূমি) তাপস শীল, দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ প্রমুখ।
বাসস/সংবাদদাতা/কেসি/২১৫৫/এবিএইচ