বাসস দেশ-৪৮ : স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদ জামাত মসজিদে আদায়ের আহবান জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

372

বাসস দেশ-৪৮
ঈদ- জামাত- প্রজ্ঞাপন
স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদ জামাত মসজিদে আদায়ের আহবান জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা
ঢাক, ১৪ জুলাই, ২০২০ ( বাসস) : স্বাস্থ্যবিধি অনুসরণ করে মুসুল্লিদের পবিত্র ঈদ-উল-আযহার নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায়ের আহবান জানােনা হয়েছে।
আজ ধর্ম মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আহবান জানিয়ে ঈদ জামাত অনুষ্টানে কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে।
এসব নির্দেশনায় বলা হয়, আসন্ন ঈদুল আযহা উদযাপন উপলক্ষে গত ১২ জুল্ইা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আন্তঃমন্ত্রণালয় ভার্চুয়াল (অনলাইন) সভায় দেশের ধর্ম প্রাণ মুসুল্লীদের এ অনুরোধ জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, আন্তঃমন্ত্রণালয় সভায় করোনা ভাইরাস সংংক্রমণজনিত কারণে জনস্বাস্থ্য বিবেচনায় আসন্ন পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত ঈদগাহ ও উন্মুক্ত স্থানের পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসুল্লীদের অনুরোধ করা হয়। প্রয়েজনে একাধিক জামাত অনুষ্ঠানের আয়োজন করা যাবে। নির্দেশনায় সকল মসজিদের সংশ্লিষ্ট ইমাম-খতিব ও কমিটির কাছে বাস্তবায়নের জন্য প্রেরণ করা হবে।
কোরবানি পরবর্তীতে কোরবানিকৃত পশুর রক্ত ও বর্জ্য পদার্থ দ্বারা যাতে পরিবেশ দুর্গন্ধময় না হয় সে বিষয়ে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনায় বলা হয়।
বাসস/সবি/এমএআর/২৩৫০এবিএইচ