বাসস ক্রীড়া-৫ : একটু আগেই বায়ার্নের অনুশীলন ক্যাম্পে রিপোর্ট করলেন সানে

105

বাসস ক্রীড়া-৫
ফুটবল-সানে
একটু আগেই বায়ার্নের অনুশীলন ক্যাম্পে রিপোর্ট করলেন সানে
বার্লিন, ১৪ জুলাই ২০২০ (বাসস) : অনুশীলন শুরুর প্রায় এক সপ্তাহ আগেই সোমবার বায়ার্ন মিউনিখে রিপোর্ট করেছেন লেরয় সানে। বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপা জয়ের পর বর্তমানে দুই সপ্তাহের বিরতিতে আছে বায়ার্ন মিউনিখ।
২৪ বছর বয়সী জার্মান উইঙ্গার সানে পাঁচ বছরের চুক্তিতে ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার সিটি থেকে গত সপ্তাহে বায়ার্নে যোগ দেন।
আগামী সপ্তাহ থেকে পূর্ণ অনুশীলনে নামবে জার্মান চ্যাম্পিয়নরা। তবে একটু আগেভাগেই অনুশীলনে যোগ দিয়ে সানে গতকাল ডিফেন্ডার নিকলাস সুলের সাথে কাজ করেছেন। সুলে ও সানে উভয়ই হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে ফিটনেস সমস্যায় ছিলেন।
অনুশীলনের পর নিজের ইন্সটাগ্রামে সানে লিখেছেন, ‘আজকের ফিটনেস ট্রেনিং সেশনটা দারুন ছিল। মাঠে ফিরতে পারাটা সত্যিই আনন্দের। এখানে আসতে পারাটা আমি দারুনভাবে উপভোগ করছি।’
গত আগস্টে লিভারপুলকে পরাজিত করে ম্যানচেস্টার সিটির কমিউনিটি শিল্ডের শিরোপা জয়ের পর লিগামেন্ট ইনজুরির পর সানে খুব কমই মাঠে নেমেছেন।
আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ পর্ব খেলতে মাঠে নামবে বায়ার্ন, কিন্তু নতুন মৌসুমের আগে সানে বায়ার্নের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন না। আগামী ৮ আগস্ট মিউনিখের আলিয়াঁজ এরিনাতে শেষ ১৬’র দ্বিতীয় লেগে চেলসির মোকাবেলা বরবে বায়ার্ন। ফেব্রুয়ারিতে লন্ডনে ফ্র্যাংক ল্যাম্পার্ডের দলকে ৩-০ গোলে পরাজিত করেছিল বেভারিয়ান্সরা।
বাসস/নীহা/১৬০০/স্বব