বাসস ক্রীড়া-৩ : তুরস্ক ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জার্মানী

129

বাসস ক্রীড়া-৩
ফুটবল-জার্মান
তুরস্ক ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জার্মানী
বার্লিন, ১৪ জুলাই ২০২০ (বাসস) : নেশন্স লিগের প্রস্তুতি হিসেবে আগামী অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে তুরষ্ক ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জার্মানী। জার্মান এফএ সোমবার এই তথ্য নিশ্চিত করেছে।
আগামী ৭ অক্টোবর কোলনে তুরষ্ক ও ১১ নভেম্বর লাইপজিগে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে স্বাগতিক জার্মানী।
নেশন্স লিগে জার্মানীর প্রতিপক্ষ স্পেন, ইউক্রেন ও সুইজারল্যান্ড। শুক্রবার জার্মান এফএ নিশ্চিত করেছিল ৩ সেপ্টেম্বর কোলনে তারা নেশন্স লিগে স্পেনকে আতিথ্য দিবে। এর দিনদিন পর সুইজারল্যান্ডের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে অংশ নিবে। এরপর ইউক্রেনের বিপক্ষে এ্যাওয়ে ও সুইজারল্যান্ডের বিপক্ষে হোম ম্যাচের আগে ৭ অক্টোবর তুরষ্কের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবে জার্মানরা। অর্থাৎ ছয়দিনের মধ্যে জোয়াচিম লো’র দল তিনটি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিবে। একইভাবে ১১ নভেম্বর চেকদের বিপক্ষে ম্যাচের পরপরই নেশন্স লিগে ঘরের মাঠে ইউক্রেন ও এ্যাওয়ে ম্যাচে স্পেনের মোকাবেলা করবে।
এ সম্পর্কে জার্মান কোচ জোয়াচিম লো বলেছেন, ‘আমাদের তরুণ দলটিকে বেশ কিছু ম্যাচ উপহার দেবার লক্ষ্যেই আমরা ঐ সময়ে আন্তর্জাতিক ম্যাচগুলোকে কাজে লাগাতে চাচ্ছি। আগামী বছরের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে আমরা এক সাথে একটি দল হিসেবে প্রস্তুত হতে চাই। এই ম্যাচগুলো আমাদের দলীয় উন্নতিতে দারুনভাবে সহযোগিতা করবে বলেই আমার বিশ^াস।’
করোনাভাইরাস মহামারীর কারনে জার্মানীতে বর্তমানে সব ম্যাচই দর্শকবিহীন মাঠে অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু লো আশা করছেন নেশন্স কাপে দর্শকদের উপস্থিতিতে আবারো সড়ব হয়ে উঠবে ম্যাচগুলো। স্পেন, ইতালি ও সুইজারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচগুলো কোভিড-১৯ এর কারনে বাতিল হয়ে যাওয়ায় এ বছর এখনো পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়নি জার্মানী।
বাসস/নীহা/১৫৫৫/স্বব