বাসস বিদেশ-৪ : জাপান সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান তাড়া করেছে রুশ জেট

125

বাসস বিদেশ-৪
রাশিয়া -যুক্তরাষ্ট্র- বিমান
জাপান সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান তাড়া করেছে রুশ জেট
মস্কো, ১২ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : রাশিয়ার যুদ্ধবিমান শনিবার জাপান সাগরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি পর্যবেক্ষণ বিমান আরসি-১৩৫ তাড়া করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় এ কথা জানায়।
মন্ত্রনালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ান আকাশসীমা নিয়ন্ত্রণ ব্যবস্থা জাপান সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে রুশ সীমান্তের দিকে উড়ে আসা বিমানটি শনাক্ত করেছে।
রাশিয়ান স্যু-৩৫ এস এবং মিগ-৩১বিএম যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের বিমানটি শনাক্ত করে এবং নিরাপদ দূরত্বে থেকে রুশ সীমান্ত থেকে বিমানটি তাড়িয়ে দেয়।
প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে, আন্তর্জাতিক জলসীমা ব্যবহারে তাদের যুদ্ধবিমান কড়াকড়িভাবে আইন মেনে চলে।
বাসস/সিনহুয়া/এমএবি/১৩৫০/জেহক