চ্যাম্পিয়ন্স লীগের শেষ আটে লড়াই হতে পারে বার্সা ও বায়ার্নের মধ্যে

494

প্যারিস, ১০ জুলাই ২০২০ (বাসস/এএফপি) : উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে পরস্পরের মুখোমুখি হতে পারে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। শুক্রবার শেষ আটের ড্রয়ে অন্তত তেমনটাই মনে হচ্ছে। যদিও দুই দলেরই বাকী আছে ফিরতি লেগের ম্যাচ।
বায়ার্ন মিউনিখ অ্যাওয়ে ম্যাচে চেলসিকে ৩-০ গোলে হারিয়ে এগিয়ে থাকলেও বার্সেলোনা ১-১ গোলে ড্র করেছে নাপোলির সঙ্গে। তাই শেষ আটে স্থান পেতে তাদেরকে নিজেদের মাঠে অবশ্যই জয় পেতে হবে নাপোলির বিপক্ষে।
অন্য কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ বা ম্যানচেস্টার সিটি প্রতিদ্বন্দ্বিতা করবে জুভেন্টাস কিংবা লিয়’রর। এছাড়া আরবি লিপজিগের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। বাকী ম্যাচে আটালান্টা মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই’র। কোয়ার্টার ফাইনালের সবগুলো ম্যাচ আগামী ১২ থেকে ১৫ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে লিসবনে।
সেখানেই আগামী ১৮ ও ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এবং ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।