বাসস দেশ-৩৫ : দাবাকে জনপ্রিয় খেলা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ আইজিপি’র

373

বাসস দেশ-৩৫
আইজিপি-দাবা খেলা
দাবাকে জনপ্রিয় খেলা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ আইজিপি’র
ঢাকা, ৮ জুলাই, ২০২০ (বাসস) : দাবা খেলাকে ক্রিকেট ও ফুটবলের পর তৃতীয় জনপ্রিয় খেলা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাংলাদেশ দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান চেস কাউন্সিলের প্রেসিডেন্ট ড. বেনজীর আহমেদ।
তিনি আজ বুধবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সভাপতির বক্তৃতায় এ গুরুত্ব আরোপ করেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়,আইজিপি দাবাকে জনপ্রিয় কারার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি দাবা খেলার উন্নয়নে ন্যাশনাল কোচ এবং প্রয়োজনে বিদেশী কোচ নিয়োগের ওপরও গুরুত্বারোপ করেন।
সভায় স্কুল দাবা প্রোগ্রাম, দাবা খেলায় নারীদের অংশগ্রহণ, নতুন দাবা খেলোয়াড় তৈরি করা, প্রতিবন্ধী দাবা টুর্ণামেন্ট ও অনলাইন দাবা টুর্ণামেন্ট আয়োজন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এফএইচ/২১৪০/এবিএইচ