বাসস বিদেশ-১২ : দিল্লিতে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে, মৃতের সংখ্যা ৩,১১৫

232

বাসস বিদেশ-১২
ভারত-ভাইরাস-সংখ্যা
দিল্লিতে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে, মৃতের সংখ্যা ৩,১১৫
নয়াদিল্লি, (ভারত), ৭ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : দিল্লিতে কোভিড -১৯- এ আক্রান্তের সংখ্যা সোমবার এক লাখ ছাড়িয়েছে। নগরীতে মোট ১ হাজার ৭৯ জন নতুন আক্রান্ত শনাক্ত ও ৩ হাজার ১১৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর পিটিআই’র।
দিল্লির স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে জানা গেছে, গত চব্বিশ ঘন্টায় মোট ৪৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
২৩ জুন, এই জাতীয় রাজধানীতে ভাইরাসের এক দিনের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৯৪৭ জন। রোববার দিল্লিতে মৃতের সংখ্যা ছিল ৩হাজার ৬৭ জন।
সোমবার বুলেটিনে জানানো হয়, ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১১৫জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১লাখ ৮২৩ জন।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লি সরকার কোভিড -১৯ রোগীদের আইসিইউ বেডের সক্ষমতা বাড়ানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এলএনজেপি হাসপাতাল এবং রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য বেডের সংখ্যা যথাক্রমে ১৮০ এবং ২০০ করা হয়েছে।
বাসস/অনু- জেজেড/২০৫৬/আরজি