বাসস বিদেশ-১৪ : জাপানে প্রবল বর্ষণে এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যা অব্যাহত

392

বাসস বিদেশ-১৪
জাপান-মৃত্যু-প্রবল বর্ষণ
জাপানে প্রবল বর্ষণে এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যা অব্যাহত
টোকিও, ৬ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : জাপানে সাপ্তাহিক ছুটির পরদিন প্রবল বর্ষণের ফলে সোমবার সৃষ্ট ভয়াবহ বন্যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু অঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। খবর সিনহুয়ার।
স্থানীয় সরকারের তথ্যানুসারে, মৃত ৪৪ জনের মধ্যে ১৪ জন কুমা নদীর কাছের একটি নার্সিংহোমের। নার্সিংহোমটি ভয়াবহ বন্যায় প্লাবিত হয়।
ইতোমধ্যে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) ফুকুওকা, নাগাসাকি ও সাগা এলাকা এবং কিউশু অঞ্চলের কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাতের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং জনগণকে তাদের নিরাপত্তার লক্ষ্যে সব ধরনের সম্ভাব্য ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে।
আবহাওয়া সংস্থা ওইসব এলাকার বাসিন্দাদের মঙ্গলবার সকাল থেকে বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগের ব্যাপারে উচ্চ মাত্রায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
সোমবার বিকেল অবধি কুমামোটো, মিয়াজাকি এবং কাগোশিমা অঞ্চল থেকে ১ লাখ ১৭ হাজার পরিবারের ২ লাখ ৫৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে জনগণের জীবন বাঁচাতে এবং ক্ষতিগ্রস্থদের সহায়তায় সরকারি কর্মকর্তাদের প্রতি যথাসাধ্য প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। তিনি দেশজুড়ে সকল মানুষকে সজাগ থাকার এবং স্থানীয় সরকারসমূহের কাছ থেকে সর্বশেষ তথ্য জেনে নেয়ার জন্যও আহ্বান জানান।
বাসস/ অনু-জেজেড/২৩০৫/আরজি