বাসস বিদেশ-১২ : বিশ্বে করোনাভাইরাসে মোট ৫ লাখ ২৬ হাজার ৬৬৩ জনের মৃত্যু

225

বাসস বিদেশ-১২
বিশ্ব করোনা-পরিস্থিতি
বিশ্বে করোনাভাইরাসে মোট ৫ লাখ ২৬ হাজার ৬৬৩ জনের মৃত্যু
প্যারিস, ৪ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : বিশ্বে করোনাভাইরাসে এ পর্যন্ত ৫ লাখ ২৬ হাজার ৬৬৩ জনের মৃত্যু হয়েছে। এএফপি শনিবার (গ্রীনিচ মান সময় ১১০০ টায়) এ কথা জানায়।
ডিসেম্বরের শেষদিকে চীনে এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ১১ লাখ ৩ হাজার ৬৩০ জন। এদের মধ্যে অন্তত ৫৭ লাখ ১৫ হাজার ১০০ জন করোনামুক্ত হয়েছে।
বিভিন্ন দেশের সরকারী সূত্রে প্রাপ্ত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পাওয়া তথ্যের সমন্বয় করে এএফপি এই হিসাব প্রকাশ করেছে।এই সংখ্যা প্রকৃত আক্রান্তের সংখ্যার অংশ মাত্র। অনেক দেশে কেবলমাত্র উপসর্গ দেখে অথবা গুরুতর অসুস্থদেরই টেস্ট করা হয়।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে করোনায় ১ লাখ ২৯ হাজার ৪৩৭ জনের মৃত্যু হয়েছে, দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ২৭ লাখ ৯৫ হাজার ১৬৩ জন, এদের মধ্যে ৭ লাখ ৯০ হাজার ৪০৪ জন করোনামুক্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের পরেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্রাজিলে ৬৩ হাজার ১৭৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৩৯ হাজার ৮১ জন। এরপরে যুক্তরাষ্ট্রে ৪৪ হাজার ১৩১ জনের মৃত্যু হয়েছে,আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজার ২৭৬ জন ; ইতালিতে মৃত্যু হয়েছ ৩৪ হাজার ৮৩৩ জন, আক্রান্ত হয়েছে ২ লাখ ৪১ হাজার ১৮৪ জন এবং ফ্রান্সে মারা গেছে ২৯ হাজার ৮৯৩ জন, আক্রান্ত হয়েছে ২ লাখ ৩ হাজার ৩৬৭ জন।
বাসস/এএফপি/অনু এমএবি/২০৩০/এবিএইচ