বাসস দেশ-২৮ : রৌমারী উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ওয়াটার মিনিবাস প্রদান

202

বাসস দেশ-২৮
প্রতিমন্ত্রী-ওয়াটার মিনিবাস
রৌমারী উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ওয়াটার মিনিবাস প্রদান
ঢাকা, ৪ জুলাই, ২০২০ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা প্রশাসনকে একটি ওয়াটার মিনিবাস হস্তান্তর করেছেন।
আজ প্রতিমন্ত্রী দুর্যোগকালীন চরাঞ্চলের অসহায় মানুষের জরুরি সেবা দিতে রৌমারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরানে হাতে এই ওয়াটার মিনিবাসের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
পরবর্তীতে রাজিবপুর ও চিলমারী উপজেলায় আরো একটি করে ওয়াটার মিনিবাস দেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
প্রতিমন্ত্রী বলেন,কুড়িগ্রাম জেলার রৌমারী, চিলমারী, রাজীবপুর উপজেলা চর ও নদীভাঙন এলাকা হওয়ায় প্রতিবছরই বন্যা সহ বিভিন্ন প্রকৃতিক দুর্যোগ লেগে থাকে। তার ওপর করোনাভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাবে মানুষ আরো কষ্টে আছে। তাই এসব অঞ্চলের মানুষদের সহযোগিতায় এই ওয়াটার মিনিবাস দেওয়া হল।
তিনি বলেন,বর্তমান সরকার দুর্যোগকালীন অসহায় দরিদ্র মানুষের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।দুর্যোগের সময় কোন অসহায় দরিদ্র মানুষ না খেয়ে অনাহারে থাকবে না। প্রয়োজনমতো খাদ্য,বস্ত্র ও অসুস্থদের ঔষধ ঘরে পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানে এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ স্থানীয় আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এসএস/২০১৫/এবিএইচ