বাজিস-৯ : কেরাণীগঞ্জের মন্দিরে শিক্ষা উপকরণ বিতরণ

312

বাজিস-৯
কেরাণীগঞ্জ- বিতরণ
কেরাণীগঞ্জের মন্দিরে শিক্ষা উপকরণ বিতরণ
ঢাকা, ২৩ জুলাই ২০১৮ (বাসস) : মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায়ের আওতায় কেরাণীগঞ্জে ৪০টি মন্দিরে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ কার্যালয়ে এসব উপকরণ বিতরণ করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঢাকা জেলা অফিস।
প্রাক-প্রাথমিক ও বয়স্ক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এসব শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে আমাদের জাতীয় পতাকা, সাইন বোর্ড, ব্লাক বোর্ড, বই-খাতা, কলম-পেন্সিল, চক-ডাস্টার, রং পেন্সিল ও মাদুরসহ মোট ২৩ প্রকারের উপকরণ।
কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহে এলিদ মাইনুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ঢাকা জেলা শাখার ফিল্ড সুপার ভাইজার রনজিৎ বাড়ৈ, মসজিদ ভিত্তিক শিক্ষা প্রকল্পের কেরাণীগঞ্জের ফিল্ড সুপার ভাইজার আব্দুল হালিম শিকদার, মনতোষ কুমার প্রমুখ।
বাসস/সংবাদদাতা/২০১৫/মরপা