জার্মানি থেকে ৯ হাজার ৫শ’ সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন ট্রাম্প : পেন্টাগন

483

ওয়াশিংটন, ১ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানি থেকে ৯ হাজার ৫শ’ সেনা প্রত্যাহার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ মঙ্গলবার এ কথা জানায়।
পেন্টাগনের মুখপাত্র জনাথন হফম্যান বলেছেন, বার্লিন ও ন্যাটো জোটের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়া এই এই পরিকল্পনায় সৈন্য পুন:মোতায়েন করা হবে এবং এতে রাশিয়ার প্রতিরোধ আরো জোড়ালো হবে, শক্তিশালী হবে ন্যাটো । এই উদ্যোগে ন্যাটো আশ্বস্ত হবে পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত সুবিধা বাড়বে।
ট্রাম্পের এই সিদ্ধান্তে জার্মানিতে মার্কিন সৈন্য বর্তমানের ৩৪ হাজার ৫শ’ থেকে কমে ২৫ হাজারে দাঁড়াবে। হফম্যান এটি স্পস্ট করেননি যে, কখন এই সেনা হ্রাস শুরু হবে এবং ন্যাটোর কোন দেশে পুন:মোতায়েন হবে।
তিনি বলেন, পেন্টাগন আসছে সপ্তাহগুলোতে এই পরিকল্পনা কংগ্রেসকে অবহিত করবে এবং পরে ন্যাটোকে অবহিত করবে।
পেন্টাগনের কর্মকর্তারা বলেন, সৈন্য প্রত্যাহার শুরু হলে মস্কোর কাছে বার্তা পৌঁছে দিতে কিছু সৈন্য সাবেক ইস্টার্ন ব্লকের দেশগুলোতে স্থায়ী ভিত্তিতে তবে বেশীরভাগ স্বল্প মেয়াদি রোটেশনেও পাঠানো হবে।
ইউক্রেন থেকে ক্রিমিয়া অঞ্চল দখল করে নিতে মস্কো ২০১৪ সালে সৈন্য পাঠানোর পর থেকে ন্যাটো দেশগুলো রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনে শঙ্কিত রয়েছে।