আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশে ৪৮ জঙ্গী নিহত

354

শিবারগন, আফগানিস্তান, ৩০ জুন (বাসস ডেস্ক) : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জায়যান প্রদেশে সোমবার একাধিক সংঘর্ষে সরকারি বাহিনী দুই তালেবান কমান্ডারসহ ৪৮ বিদ্রোহীকে হত্যা করেছে। প্রাদেশিক সরকারি মুখপাত্র আবদুল মারুফ আজার মঙ্গলবার এ কথা জানায়। খবর সিনহুয়া’র।
কর্মকর্তারা জানান, সোমবার বিকালে তালেবান জঙ্গিরা কারকিন জেলার ডেনার গ্রামে নিরাপত্তাবাহিনীর এক চৌকিতে হামলা চালালে সংঘর্ষের সূচনা হয় এবং পরে সেনা ও পুলিশসহ সরকারি বাহিনী পাল্টা হামলা চালালে দুই তালেবান কমান্ডার, মোল্লাহ উসমান ও মোল্লা মাজিদসহ ৩৫ জন বিদ্রোহী নিহত হওয়ার পর বাকীরা পালিয়ে যেতে বাধ্য হয়।
কর্মকর্তারা জানান, এ যুদ্ধে আরো ২৫ জন বিদ্রোহী আহত হয়।
কর্মকর্তারা আরো নিশ্চিত করেছেন যে, এতে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত ও অপর তিন জন আহত হন।
এদিকে, আজার নামে একজন কর্মকর্তা আরো নিশ্চিত করেন যে, সোমবার রাতে গোলযোগপূর্ণ জাজ্জান প্রদেশের পাশর্^বর্তী খাম আব জেলায় তালেবান আস্তানাগুলোতে কয়েক দফা বিমান হামলায় ১৩ জঙ্গি নিহত ও অপর ১৭ আহত হয়েছে।
তালেবানরা এসব ঘটনা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।