বিশ্বে ২৪ ঘন্টায় ভাইরাস সংক্রমণের নতুন রেকর্ড

321

জেনেভা, ২৯ জুন, ২০২০(বাসস ডেস্ক) : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) বিশ্বব্যাপী দৈনিক
নতুন করে ভাইরাস সংক্রমণের আরো একটি রেকর্ড ঘোষণা করেছে।
রোববার গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ছাড়িয়েছে।
নতুন এ সংখ্যা এক সপ্তাহ পূর্বের রেকর্ড সংখ্যা থেকে বেশি। আগের সংখ্যাা ছিল ১ লাখ ৮৩ হাজার। একদিনে সবচেয়ে বেশি সংখ্যায় সংক্রমিত হয়েছে ব্রাজিলে। সেখানে ৪৬ হাজার ৮শ’ও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। এরপরেই অবস্থান যুক্তরাষ্ট্রের। দেশটিতে আক্রান্ত হয়েছে ৪৪ হাজারেরও বেশি লোক। কাছাকাছি অবস্থানে রয়েছে ভারত। সেখানে আক্রান্ত হয়েছে প্রায় ২০ হাজার লোক।