বাসস রাষ্ট্রপতি-৩ : বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

201

বাসস রাষ্ট্রপতি-৩
রাষ্ট্রপতি-শোক-লঞ্চডুবি
বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
ঢাকা, ২৯ জুন, ২০২০ (বাসস) : রাষ্ট্রপতি এম আবদুল হামিদ আজ সকালে বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় রাষ্ট্র প্রধান দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
‘এমএল মর্নিং বার্ড’ নামের এই লঞ্চটি ৫০ জন যাত্রী নিয়ে সকাল ৯টার দিকে বুড়িগঙ্গা নদীতে ডুবে যায়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মুন্সিগঞ্জের কাটপট্টি এলাকা থেকে আসার সময় ঢাকা সদরঘাটের নিকটবর্তী ফরাশগঞ্জ ঘাট এলাকায় চাঁদপুরগামী যাত্রীবাহী লঞ্চ মর্নিং বার্ডকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মীরা লঞ্চ দুর্ঘটনার পরে নদী থেকে এ পর্যন্ত ২৮ টি লাশ উদ্ধার করেছে।
বাসস/এসআইআর/১৭৫০/-শআ