বাসস ক্রীড়া-৩ : এই প্রথমবারের মত স্প্যানিশ সুপারকাপ স্পেনের বাইরে অনুষ্ঠিত হচ্ছে

333

বাসস ক্রীড়া-৩
ফুটবল-সুপারকাপ
এই প্রথমবারের মত স্প্যানিশ সুপারকাপ স্পেনের বাইরে অনুষ্ঠিত হচ্ছে
মাদ্রিদ, ২৩ জুলাই, ২০১৮ (বাসস) : এই প্রথমবারের মত স্প্যানিশ সুপারকাপের ম্যাচটি স্পেনের বাইরে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ (আরএফইএফ)।
আগামী ১২ আগস্ট স্থানীয় সময় রাত ৯.০০টায় মরক্কোর টানগিয়ারে লা লিগা ও কোপা ডেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা ও কাপ রানার্স-আপ সেভিয়া একে অপরের মুখোমুখি হবে। এই স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা ৪৫ হাজার।
১৯৮২ সালে প্রথমবারের মত এই প্রতিযোগিতা শুরু হবার পর থেকেই সুারকাপ দুই লেগে অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু বার্সা ও ফেডারেশন এবার প্রস্তাব দিয়েছিল এক লেগে ম্যাচ আয়োজনের। যদিও সেভিয়া তাতে সম্মত হয়নি। ক্লাবদুটোর মধ্যে কোন সমঝোতা না হওয়ায় আরএফইএফ’র কার্যনির্বাহী কমিটির মধ্যে এখনো ফাইনালটি এক লেগে অনুষ্ঠানের ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।
বার্সেলোনা এ পর্যন্ত রেকর্ড ১২টি সুপারকাপ শিরোপা জয় করেছে। অন্যদিকে ২০০৭ সালে একবার মাত্র শিরোপা দখল করেছিল সেভিয়া। তবে তারা দুইবার রানার্স-আপ হয়েছে।
বাসস/নীহা/১০০০/স্বব