বাসস ক্রীড়া-১৪ : তামিমের সেঞ্চুরি ও সাকিবের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৭৯ রান

686

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
তামিমের সেঞ্চুরি ও সাকিবের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৭৯ রান
গায়না, ২২ জুলাই ২০১৮ (বাসস) : ওপেনার তামিম ইকবালের অপরাজিত ১৩০ ও সাকিব আল হাসানের ৯৭ রানের উপর ভর করে গায়নায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৫০ ওভারে ৪ উইকেটে ২৭৯ রান করেছে সফরকারী বাংলাদেশ।
এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওপেনার হিসেবে নেমে শুন্য রানে ফিরেন এনামুল হক। এরপর ২০৭ রানের জুটি গড়েন তামিম-সাকিব।
সাকিব ৯৭ রান করে দেবেন্দ্র বিশুর বলে আউট হন। অসাধারন এ ইনিংসে ১২১ বলের মোকাবেলায় ৬টি চার সাকিব। তবে ওয়ানডে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেন তামিম। শেষ পর্যন্ত ১০টি চার ও ৩টি ছক্কায় ১৬০ বলে অপরাজিত ১৩০ রান করেন তিনি।
এছাড়া সাব্বির রহমান ৪ বলে ৩, মুশফিকুর রহিম ১১ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩০ ও মাহমুদুল্লাহ রিয়াদ ১ বলে ৪ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের দেবেন্দ্র বিশু ৫২ রানে ২ উইকেট নেন।
বাসস/এএমটি/২৩৪০/স্বব