বাসস দেশ-৩৭ : দিল্লীতে বাংলাদেশ মিশনের এক কর্মচারী করোনায় আক্রান্ত

329

বাসস দেশ-৩৭
বাংলাদেশ-মিশন-দিল্লী
দিল্লীতে বাংলাদেশ মিশনের এক কর্মচারী করোনায় আক্রান্ত
॥ আমিনুল ইসলাম মির্জা ॥
নয়া দিল্লী, ২২ জুন, ২০২০ (বাসস) : নয়া দিল্লীতে বাংলাদেশ মিশনের একজন কর্মীর দেহে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী হাইকমিশনের সতর্কতা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এই কর্মচারী তার পরিবারের সঙ্গে নয়া দিল্লীর চাণক্যপুরী এলাকায় বাংলাদেশ মিশন প্রাঙ্গণে বসবাস করেন।
কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়ার ঘটনায় মিশন কর্তৃপক্ষ অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারিদের বাড়ি থেকে কাজ করতে এবং কেবল প্রয়োজন হলে অফিসে আসার নির্দেশনা দিয়ে এক আদেশ জারি করেছে।
নয়া দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ ইমরান আজ সকালে বাসসকে বলেন, আমরা বেশিরভাগ কর্মকর্তা এবং কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ এবং প্রয়োজনে নিরাপদ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অফিসে আসার পরামর্শ দিয়েছি।
মিশন চত্বর স্যানিটাইজ করার জন্য দশদিন অফিস বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে কিনা সে ব্যাপারে গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, অফিস খোলা রয়েছে এবং নিয়মিত কার্যক্রম চলছে।
তিনি আরো বলেছেন, মিশন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের জন্য সকল যোগাযোগ চ্যানেল উন্মুক্ত রয়েছে।
এছাড়া তিনি শারীরিক উপস্থিতি এড়াতে ই-মেইল এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করার জন্য সকল সেবা প্রার্থীদের পরামর্শ দেন।
তিনি আরও বলেন, জরুরি অবস্থার ক্ষেত্রে, কেউ আগাম সাক্ষাতের সময় নির্ধারণ করে হাই কমিশনে যেতে পারেন।
বাসস/এআইএম/অনুবাদ-এসই/২১২০/-শআ