বাসস বিদেশ-১১ : মিনেয়াপোলিসে পুলিশের গুলিতে নিহত ১, আহত ১১

373

বাসস বিদেশ-১১
যুক্তরাষ্ট্র- অপরাধ
মিনেয়াপোলিসে পুলিশের গুলিতে নিহত ১, আহত ১১
ওয়াশিংটন, ২১ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের মিনেয়াপোলিসে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত ও অপর ১১ জন আহত হয়েছে। পুলিশ রোববার এ কথা জানায়। খবর এএফপি’র।
ফেসবুকের লাইভ ফুটেজে এক ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে ও তার চারপাশে কয়েক ডজন লোককে ভীঁড় জমাতে দেখা গেছে। আবার কাউকে কাউকে চিকিৎসার জন্যে চিৎকার করে সাহায্যে চাইতেও দেখা গেছে।
মিনেয়াপোলিসের পুলিশ টুইটারে জানিয়েছে, ‘পুলিশের গুলিতে ১২ ব্যক্তি হতাহত হয়েছে।’ পুলিশ আরো জানায়, ঘটনায় একজন প্রাপ্তবয়স্ক পুরুষ নিহত ও বাকী ১১ জন আহত হয়েছে। তবে, আহতদের ক্ষত জীবনের জন্য ঝুঁকি হওয়ার মত নয়।’
নিহত ব্যক্তির বয়স কত কিংবা এ ঘটনায় কেউ গ্রেফতার হয়েছে কিনা পুলিশ এই সংক্রান্ত কোনো তথ্য দেয়নি।
মিনেয়াপোলিসে এক শে^তাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর সারাদেশে বর্ণবাদ বিরোধী ও পুলিশি নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মিনিয়াপোলিস এই বিক্ষোভের কেন্দবিন্দুতে পরিণত হয়েছে।
বাসস/অনু-জেজেড/২২১০/আরজি