বাসস বিদেশ-১৩ : চীন ২ কানাডিয়র বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনায় ট্রুডোর হতাশা প্রকাশ

384

বাসস বিদেশ-১৩
চীন-কানাডা-কুটনীতি
চীন ২ কানাডিয়র বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনায় ট্রুডোর হতাশা প্রকাশ
অটোয়া, ২০ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : কানাডার দুই নাগরিকের বিরুদ্ধে চীন আনুষ্ঠানিক ভাবে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনায় শুক্রবার হতাশা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একই সঙ্গে তিনি তাদের মুক্তির আহ্বান পুর্নব্যক্ত করেন।
ট্রুডো কানাডার সাবেক কুটনীতিবিদ মাইকেল কোভরিগ ও ব্যবসায়ী মাইকেল স্পাভোরকে দেশে ফেরত পাঠানোর জন্য বেইজং-এর প্রতি আহ্বান জানায়।
এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন,‘ দুই মাইকেলের ব্যাপারে চীনের সিদ্ধান্তে আমি অবশ্যই হতাশ হয়েছি।’
মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রেফতারি পরোয়ার ভিত্তিতে গত বছর চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের নির্বাহী মেং ওয়াঝাউ কে কানাডা আটকের পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এর নয়দিন পর চীন কানাডিয় এই দুই নাগরিককে আটক করে।
এই দুই নাগরিকের আটককে চীনের প্রতিশোধমূলক পদক্ষেপ বলে মনে করছে কানাডা। খবর এএফপি’র।
ট্রুডো বলেন, আটক করার ৫৫৭ দিন পরে এসে চীন এই দুই কানাডিয়র বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে গুপ্তচরবৃত্তির যে অভিযোগ এনেছে তাতে তিনি হতাশ হয়েছেন।
বাসস/অনু-জেজেড/২২০০/আরজি