চীনে ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় ধাপে ভ্যাকসিন

501

বেইজিং, ২০ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : কোভিড-১৯ প্রতিরোধে চায়নিজ একাডেমি অব মেডিক্যাল সায়েন্সের ইনস্টিটিউট অব মেডিক্যাল বায়োলজির তৈরি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে।
শনিবার সায়েন্স এন্ড টেকনোলজি ডেইলির খবরে এ কথা বলা হয়।
দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে দ্বিতীয় ধাপের ট্রায়াল পরিচালিত হচ্ছে। দ্বিতীয় ধাপের এ ট্রায়ালে মানব শরীরে ভ্যাকসিনটির নিরাপত্তা ও রোগ প্রতিরোধের ক্ষমতা পরীক্ষা করে দেখা হবে।
চীনে মোট পাঁচটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দেয়া হয়েছে। এটি বিশ্বে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দেয়া মোট ভ্যাকসিনের ৪০ শতাংশ।
চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।