বাসস রাষ্ট্রপতি-১ : কামাল লোহানীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

131

বাসস রাষ্ট্রপতি-১
রাষ্ট্রপতি-শোক-লোহানী
কামাল লোহানীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
ঢাকা, ২০ জুন, ২০২০ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘সাংবাদিকতা ছাড়াও আমাদের মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে কামাল লোহানীর অসামান্য অবদান ছিল।’
দেশের সাংস্কৃতিক কর্মকা-ের উন্নয়নে তার অবদানের কথা যথাযোগ্য শ্রদ্ধার সাথে স্মরণ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, তিনি বাঙালি সংস্কৃতির উন্নয়নের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ ছিলেন।
‘তার (লোহানী) মৃত্যুতে দেশ একজন প্রখ্যাত সাংবাদিক ও একজন দুর্দান্ত সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। তিনি বলেন, তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনেরও অপূরণীয় ক্ষতি হলো।’
রাষ্ট্রপ্রধান কামাল লোহানীর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
কামাল লোহানী আজ সকালে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এন্ড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি ১৬ মে থেকে ডায়াবেটিস, ফুসফুস, হার্ট ও কিডনির সমস্যাসহ একাধিক স্বাস্থ্য জটিলতায় সেখানে চিকিৎসা নিচ্ছিলেন।
পরে তার শরীরে কোভিড-১৯ (করোনা ভাইরাস)-এর সংক্রমণ ধরা পড়ে।
বাসস/এসআইআর/অনু-কেজিএ/১৬১২/আরজি